জাতিসংঘ কর্তৃক ঘোষিত বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করায় এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা সদরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সড়কটি প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মাননীয় জেলা প্রশাসক জনাব অঞ্জন চন্দ্র পাল শোভাযাত্রার উদ্ভোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তর, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আনন্দশোভা যাত্রায় অংশ নেন। আনন্দ শোভা যাত্রা শেষে জেলা কালেক্টরেট প্রাঙগনে আলোচনা সভা ও বিভিন্ন সাংসকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস